Wednesday, 18 April 2012

আধুনিক প্রকৃতি


আধুনিক প্রকৃতি

আদ্রে ভজনেসেনস্কি




লাল গরুগুলো
পিচঢালা সড়কের উপর স্থিত হয়েছে
আয়েশ করে পিচঢালা পথে তারা শুয়ে থাকে
আমরা তাড়িয়ে নিয়ে যাই
সেজন্য গরুগুলো আতঙ্কিত
গরুগুলো রাজপথের অনুগত
আমরা অবাক হয়ে ভাবি কেন?

হে বুড়ো রাখাল, আমরা আপনার কাছে জবাব চাই:
গুরুগুলো কেন পাগল হয়ে গেলে?
ঈশ্বরের দোহাই।
আসল বিষয় হচ্ছে মাছিরা পিচ পছন্দ করে না।
এইসব আধুনিক গরু! বাস্তবিকই তারা কতোটা জ্ঞানী!

বেশতো, তারা ঠাঁই পেয়ে গেছে, ধূর্তগুলো!
গবাদি পশুর মধ্যে প্রতিভাবান!
বেচারা হতভাগা মাছিদের মতো নয়।
মাছিরা জানে এ পিচ
ক্যান্সার ছড়ায়
এইসব আধুনিক মাছি! বাস্তবিকই তারা কতোটা জ্ঞানী!
(এলেক ভাগাপোভের ইংরেজি অনুবাদ থেকে)

0 comments:

Post a Comment