Tuesday 24 April 2012

থামিও না খেলা


থামিও না খেলা

শামসুর রাহমান



যে-পথে হাঁটে না কোনো পথচারী, আমি অন্যমনে
সেখানে একাকী বসে ধূলিকণা নিয়ে
খেলা করি গোধূলিতে। মাঝে মাঝে হাওয়া জোরে বয়ে
খেলা পন্ড করে দিতে চায়।

বুনো ফুল, বুলবুল এবং ফড়িং কৌতূহলে
দ্যাখে ক্রীড়াপরায়ণ আমাকে, ইঙ্গিতে
জেনে নিতে চায়
বুঝি বা খেলার রীতিনীতি। যে-লোকটা এরকম
তন্ময়তা নিয়ে ধূলিকণা
হাতের তালুতে বেশ কোমল নাচাতে
পারে এই নিরালায় দর্শকবিহীন
সে কেমন মানুষ?তাদের
কাছে এই প্রশ্ন খুব প্রাসঙ্গিক মনে হয়। আমি
শুধু মুঠো মুঠো ধুলো চৌদিকে ছড়াই।

কে যেন আড়াল থেকে বেশ স্বপ্নময় কন্ঠস্বরে-
‘একটু অপেক্ষা করো, জোনাকিরা জড়ো
হলে ঝোপেঝাড়ে অন্ধকারে,
তোমার হাতের এই ধূলিকণা কিছু জ্যোতির্ময় হয়ে
তুলবে ঝংকার চরাচরে;
থামিও না খেলা তুমি ভরসন্ধ্যেবেলা।’

0 comments:

Post a Comment