Saturday 21 April 2012

নিঃস্ব


নিঃস্ব

হেনরিক হাইনে (অনুবাদ: হুমায়ুন আজাদ)



অনেকে আমাকে করেছে নিঃস্ব,
আমার জীবন নষ্ট হয়েছে শেষে:
অনেকে নিঃস্ব করেছে ঘৃণায়,
অনেকে করেছে প্রেমে আর ভালোবেসে।

আমার পেয়ালা বিষে ভরে গেছে,
আমার রুটিতে মিশিয়েছে তারা বিষ:
কেউ মিশিয়েছে ভালোবেসে আর
কেউ মিশিয়েছে ঘৃণায় অহর্নিশ।

তবে যার বিষ শোচনীয়তম করেছে আমাকে,
যার বিষ সবচে সর্বগ্রাসী,
সে কখনো বলেনি একটিও ঘৃণার কথা-
কখনো বলেনি- প্রিয়তম ভালোবাসি।

0 comments:

Post a Comment